পাহাড়চূড়ায় স্বপ্নতরী পার্ক


 পর্যটনখাতকে আরও এগিয়ে নিতে কক্সবাজারের রামুতে যাত্রা করেছে নতুন পর্যটনস্পট স্বপ্নতরী জাহাজ ও শিশুপার্ক। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পার্ক ও স্বপ্নতরী জাহাজের উদ্বোধন করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা।

তিনি বলেন, কক্সবাজারে পর্যটকরা সাগর এবং পাহাড় দেখতে বেড়াতে আসেন। কিন্তু পাহাড়ের চেয়ে সাগরটা উপভোগ করে তারা। তাই পাহাড়ে বিনোদনের মাত্রা বাড়াতে এ পার্কটির যাত্রা। ফলে সাগরের পাশাপাশি পাহাড় দেখেও তারা আনন্দিত হবেন

    

কক্সবাজার ও চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় সড়কের পাশেই সাড়ে তিন একর পাহাড়ি জায়গায় গড়া স্বপ্নতরী পার্ক। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত স্বপ্নতরী জাহাজ ও স্বপ্নতরী শিশু পার্ক ইতোমধ্যে স্থানীয় ভ্রমণপ্রেমীর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। রয়েছে পাহাড়ের সবুজের মাঝে দৃষ্টিনন্দন জাহাজের আদলে স্থাপনায় রেস্তোরাঁ, রেস্ট হাউজ।



Post a Comment

Previous Post Next Post