মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে খুন বড় ভাই

 

মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ছোট ভাইয়ের হাতে খু ন হলো বড় ভাই। 


ইসতিয়াক হাদি, চ্যানেল ঈদগাঁও


২৪ নভেম্বর রবিবার উপজেলার পোকখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘঠে।


স্থানীয়রা জানান, গত ২২ নভেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে ফেরার সময় বাড়ির উঠানে বড় ভাই আমির আব্বাসের উপর অতর্কিত হা ম লা চালান তারই আপন ছোট ভাই আমির হোসেন ও তার স্ত্রী তসলিমা আক্তার। আমির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের গটফাদার হিসেবে পরিচিত। তার এমন কর্মকান্ডে প্রতিনিয়ত বাঁধা দিত বড় ভাই আব্বাস। মূলত এ ঘটনার সুত্র ধরে আব্বাসের উপর হা ম লা চালান আমির হোসেন। 


পরে স্থানীয়রা উদ্ধার করে আমির হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলা সেখানকার চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিক কলেজে রেফার করে। পরে রবিবার দিবাগত রাত ১টার দিকে মা রা যান আমির আব্বাস। 


এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ

Post a Comment

Previous Post Next Post